মৌলিক রাশি মনে
রাখার টেকনিক
দেব ও দীপা তার
ভাবির সাথে তাঁতির
কাছে গেল
দ=দৈর্ঘ্য
দ=দীপন ক্ষমতা
প=পদার্থের পরিমাণ
ত=তাপমাত্রা
ভ=ভর
স=সময়
ত=তড়িৎ প্রবাহ
=================================================== মানুষের ১২ জোড়া
করোটিক স্নায়ু
মনে রাখার
দুনিয়ার সবচেয়ে
সহজতম উপায়!!
.
(18+ post কিন্ঞিৎ)
.
একদিন মতিন নামের
অপরিচিত ছেলে আর কেয়া নামের
মেয়ে
নিরিবিলি রাস্তা
দিয়ে যাচ্ছে
হেঁটে!
১. হঠাৎ ছেলেটির
গায়ে মারা উগ্র
পারফিউমের
গন্ধ এসে লাগলো
মেয়েটির নাকে!
Activated : Olfactory(I)
Nerve
কাজঃ ঘ্রান অনুভুতি
মস্তিষ্কে
প্রেরন।
.
২. গন্ধ নাকে লাগার
পরেই মেয়েটি
ছেলেটির দিকে
তাকালো!
Activated : Optic(II)
Nerve
কাজঃ দর্শন অনুভুতি
মস্তিষ্কে
প্রেরন।
.
৩. এরপর মেয়েটি
চারপাশে চোখ
ঘুরিয়ে দেখে
নিলো আশে পাশে কেউ
আছে কি না!
Activated : Triple Nerve.
Oculomotor Nerve (III)
Trochlear Nerve(IV)
Abducens Nerve(VI)
কাজঃ অক্ষিগোলকের
সঞ্চালন।
.
৪. এরপর মেয়েটি ইচ্ছা
করেই
ছেলেটির গায়ের
সাথে ধাক্কা খেলো
এবং এক ধরনের
ফিলিংস
তার ভেতরে কাজ
করলো!
Activated : Trigeminal
Nerve(V)
কাজঃ স্পর্শ অনুভুতি
গ্রহন করা।
.
৫. এরপর মেয়েটি কোন
রকমে
ধাক্কা সামলে
নিলো এবং তার মুখের
অভ্যনরে
লালাক্ষরন শুরু
হলো! (আগেই বলে
রাখি এ খানে
ব্যাপারটি
অনেকের কাছে
অশ্লীল লাগতে
পারে কিন্ত এর
চেয়ে ভালো উদাহরন
আমি খুঁজে
পেলাম না।
পেলে জানাবেন।
সংশোধন করবো!)
Activated: মুখবিবরের
সঞ্চালন,
লালাক্ষরন!
.
৬. ছেলেটি এবারে
লজ্জা পেয়ে গেলো
এবং
ধমকের সুরে বলে
উঠলো, “ এ কি!
পাবলিক
প্লেসে আমাকে একা
পেয়ে এ কি শুরু
করেছেন!
ধমক কান দিয়ে শুনতে
পেয়েই
মেয়েটি চমকে
উঠলো!
Activated : Auditory
Nerve(VIII)
কাজঃ শ্রবন ও
ভারসাম্য রক্ষা।
.
৭. কিন্তু সেই ধমক
তোয়াক্কা না
করেই মেয়েটি
ছেলেটিকে কিস করে
দিলো! (১৮+!)
Activated :
Glossopharyngea l
Nerve.(IX)
কাজঃ স্বাদ গ্রহন ও
জিহ্বার
সঞ্ছালন।
.
৮. কিস করতে গিয়ে
হঠাত
মেয়েটির মনে হলো
আর বেশি সময় করলে
দম বুঝি
যাবে ফেটে!
Activated: Vagus Nerve
(X)
কাহঃ হদপিন্ড,
ফুসফুস, স্বরনালী
ও পাকস্থলীর
সঞ্ছালন এবং
অনুভুতি গ্রহন।
.
৯. কিস করার শেষে
মেয়েটি মাথা ও
কাঁধ ঝাকিয়ে
নিল বেশ, হলো একটু
ফ্রেশ!
Activated : Spinal
Accessory
Nerve(XI)
কাজঃ মাথা ও কাঁধের
সঞ্চালন।
.
১০. সবশেষে মেয়েটি
মনের আনন্দে
ঠোঁট দিয়ে
শিষ দিতে দিতে চলে
গেলো!!!
Activated : Hypoglossal
Nerve.
(XII)
কাজঃ জিহ্বার
বিচলন।
.
পোস্টের ভিতরে কিছু
জায়গা
অনেকের কাছে
অতি খোলামেলা মনে
হলে ও হতে
পারে। কিন্তু
স্নায়ুতন্ত্রের কাজের
সাথে মিল
রেখে ঘটনার
বর্ননা দিতে গিয়ে
একটু ওইসব
টপিক আনতে
হয়েছে আর কি!.
================================== # Chemistry
# সমানুতা এর মজার টেকনিক :
অ্যালকেনের সাথে একটি অক্সিজেন পরমানু
যুক্ত
থাকলে অ্যালকোহল এবং ইথার দিয়ে সমানু
তৈরী করতে হবে ।
কার্বন সংখ্যা যতটি থাকবে সমানুও ঠিক
ততটি হবে ।
যেমন : C3H8O এর সম্ভাব্য সমানু
তিনটি হবে ।
C3H8 একটি অ্যালকেন এর
সাথে একটি অক্সিজেন পরমানু
যুক্ত হয়ে সংকেত C3H8O .
এর সমানু সংখ্যা নির্ভর করবে কার্বনের
সংখ্যার উপর ।
কার্বন সংখ্যা তিনটি তাহলে সমানু
তিনটি হবে ।
এ সমানু তিনটি অবশ্যই অ্যালকোহল
এবং ইথার সমগোত্রীয়
শ্রেনীর হবে ।
এই সমানু তিনটি হবে - প্রোপানল-১
প্রোপানল-২
এবং মিথোক্সি ইথেন ।
তাহলে C4H10O এর সমানু
কয়টি হবে এবং কি কি ?
সমানু গুলো কি কি হতে পারে ?
ভাবতে থা
বিজ্ঞান বিষয়ক কিছু তথ্য
* পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন - শূন্য
* পদার্থের জড়তার পরিমাপ হচ্ছে - ভর
* পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে
পড়ি না - মাধ্যাকর্ষণ বলের জন্য
* যে রঙের কাপে চা তাড়াতাড়ি
ঠান্ডা হয় - কালো
* শরীরবিদ্যার জনক - উইলিয়াম
হার্ভে
* সমুদ্রপৃষ্ঠে বায়ুরর স্বাভাবিক চাপ -
৭৬ সে.মি.
* যে ডিগ্রী তাপমাত্রায়
সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে
একই হয় - ৪০
* বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে
আদ্রতা - কমে
* ইলেক্ট্রনের আধান - ঋণাত্নক
* দ্বিপদ নামকরণের প্রবর্তক -
ক্যারোলাস লিনিয়াস
* মাইটোকন্ড্রিয়া র কাজ - শক্তি
উৎপাদন
* ICBN শব্দেরর অর্থ - International
Code of
Botanical Nomenclature
* সাধারণ লবণের সংকেত - NaCl
* ভারী পানির সংকেত - D2O
* পাট যে ধরনের উদ্ভিদ - গুল্ম জাতীয়
* সালোকসংশ্লেষণ বেশি হয় - লাল
আলোতে
* পাতা ঝরে পড়ার জন্য দায়ী -
অ্যাবসিসিক এসিড
* ছত্রাকের প্রাচীর গঠিত - কাইটিন
দ্বারা
* বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ
বেশি - ৪ গুণ(প্রায়)
* সরল দোলকের গতি -স্পন্দন বা দোলন
গতি
* প্রজমে পতিত আলো সাধারণত -
প্রতিসরিত হয়
* অতিবেগুনি রশ্মি আসে - সূর্য থেকে
* বৈদ্যুতিক ক্ষমতার একক - ওয়াট
* তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্র -
অ্যামিটার
* সক্রিয়তা সিরিজে যে ধাতুটি
সবার উপরে থাকে - পটাসিয়াম (K)
* রেক্টিফাইড স্পিরিট হল - ৯৫%
ইথাইল অ্যালকোহল + ৫% পানি
* অ্যালকিন গ্রুপের প্রথম সদস্যের নাম -
ইথিন
* রক্তের লাল কণিকা উৎপন্ন হয় -
অস্থিমজ্জায়
* জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে
- ক্রোমোজোম
* মেরুরজ্জ স্নায়ুর সংখ্যা - ৩১ জোড়া
* শ্বাসপ্রশ্বাস যতক্ষণ বন্ধ থাকলে মানুষ
মারা যায় - ৩.৫ মিনিট
* রক্তে লোহিত ও শ্বেতকণিকার
অনুপাত * ৫০০:১
* চোখের যত অংশ বাইরে উন্মোচিত
থাকে - ১/৬ অংশ।
================================== পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল:
মনে রাখবেন, আপনাকে যেকোন
উপায়ে মনে
রাখতেই হবে। সেটা শুনতে খারাপ,
ভাল হয়নি
এরুপ ভাবলে কখনও মনে রাখতে
পারবেন না। আর
ব্যতিক্রমী না হলে আপনি কখনও কিছু
মনে রাখতে
পারবেন না। তাই আসুন নিচের
প্রয়োজনীয়
মৌলগুলোর নাম সহজভাবে মনে
রাখি।
গ্রুপ 1A:
H Li Na K Rb Cs Fr
হা লায় না কি রাবি-তে
কাশ ফেলেছে
গ্রুপ 2A :
Be Mg Ca Sr Ba Ra
বেয়াদব মাইয়াগো কাম শরীর বাইরে
রাখা
গ্রুপ 3A :
B Al Ga In Tl
বলে এলাম জাই য়েন তাইলে
গ্রুপ 4A:
C Si Ge Sn Pb
ছি! সিলেট গেলেন? সমস্যায় পড়বেন
গ্রুপ 5A:
N P As Sb Bi
না পারলে আসলে সুবিধা বেশি
গ্রুপ 6A :
O S Se Te Po
ওর ছোট ছেলেটা টেবিলে পড়ে
গ্রুপ 7A :
F Cl I Br At
ফেল করলেও আইজ বাড়িতে আসতাম
পর্যায়-2
Li Be B C N O F Ne
লি বেন? বেনী চুড়ি? নিপস্টিক ও ফা
ইন
পর্যায়-3
Na Mg Al Si P S Cl Ar
না! মগা আলু ছিলতে পারে সব কিলি
য়ার
পর্যায়-4
Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn
স্কুল টি ভাঙায় চেয়ার ম্যান ফের
কমিশন নিয়ে
কাজে যাচ্ছেন
পর্যায়-5
Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
ইওর জ্বর নামবে মন টাকে আরো
রেস্ট-হতে দাও
পারলে আগে কাঁদো
ল্যান্থানাইডঃ
Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er
Tm Yb Lu
ছেলের প্রীতি এন্ড প্রেম
সমানইউরোপ গুড তবে
ডাইরিয়া হয় এর টমেটো ইয়লো ব্লু
অ্যাক্টিনাইডঃ
Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm
Md No Lr
থাকলে পাশে ইউএনপি পুঁথি আমার
কমেনা বিকেলে
ক্যাফেতে এসে এফ এম মোডে নুডলস
লাড়ি
বি:দ্র: কেউ অন্য উপায়ে মনে রাখলে
প্লিজ এটা
মনে রাখার দরকার নেই। কারন,
এলামেলো হয়ে
যেতে পারে।
================================== পর্তুগীজ শব্দ
মনে রাখার
একটি কৌশলঃ গীর্জার
পাদ্রী চাবি দিয়ে গুদামের
আলমারি খুলে তাতে আনারস
পেঁপে পেয়ারা আলপিন
ও
আলকাতরা রাখলেন।
কেরানি দিয়ে কামরা পরিষ্কার
করে জানালা খুলে দিলেন।
তারপর
পেরেক
ইস্ত্রি ইস্পাত ও
পিস্তল
বের
করে বালতিতে রেখে বোমা
বানালেন।
*** গির্জা , চাবি ,
গুদাম ,আলমারি ,আনারস ,
পেঁপে ,পেয়ারা,
আলপিন ,আলকাতরা,
কেরানি,কামরা,জা
নালা, ,
পেরেক ,
ইস্ত্রি ,ইস্পাত ,পিস্তল ,
বালতি,
টুপি ,
সাবান,বোতাম ,পাউরুটি ,
মিস্ত্রি,পেরেক,
ইংরেজ ,নিলাম ও
বেহালা ইত্যাদি
================================== " # PROPOSE "
না ভাই কাউরে প্রপোজ
করার জন্য
বলতেছি না কারন সেই
বয়স আপনার হয়
নাই জানি ..
এবার আসুন জেনে নি এই
প্রপোজ
শব্দটা দিয়ে রসায়নের
ছোট্ট একটি
টেকনিক ।।
অ্যালকিনের বিক্রয়া
সমূহ মনে
রাখার টেকনিক ;;;
" PROPOSE "
PRO= প্রতিস্থাপন
বিক্রিয়া
P=পলিমারকরন "
O= ওজোনিকরন "
S= সংযোজন "
E= ইলেকট্রন ত্যাগ
================================== ৬৪টি সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ জানুন
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless
Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text
Transfer
Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text
Transfer
Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform
Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital
Information
Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber
Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System
for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code
Divison Multiple
Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal
Mobile
Telecommunicati on
System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time
Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video
Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS
Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive
Multi-Rate
Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java
Application
Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd
Generation
Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd
Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video
file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced
Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic
Interchangeable
Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint
Photographic
Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave
Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows
Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows
Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform
Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable
Network
Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent
(Microsoft
Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable
Doc**ent Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D
Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4
Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme
(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes
(Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic
Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia
Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible
Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless
Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text
Markup
Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless
Markup
Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital
Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio
Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk
Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical
User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet
Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission
Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ —
Uninterruptible Power
Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed
Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced
Data Rate for
GSM [Global System for Mobile
Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High
Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High
Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General
Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless
Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ —
Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International
Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett
Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/
Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless
Local Area
Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal
Serial Bus.
MZ
কোন ফলে কোন এসিড :
১.লেবু → সাইট্রিক
এসিড
২.আপেল → ম্যালিক
এসিড
৩.তেতুল → টারটারিক
এসিড
৪.পেয়ারা → এসকরবিক
এসিড
৫.আমড়া → এসকরবিক
এসিড
৬.টমেটো → ম্যালিক
এসিড
৭.কমলা → এসকরবিক
এসিড
৮.কামরাঙ্গা →
এসকরবিক
এসিড
৯.আমলকি → অক্সালিক
এসিড
১০.আঙ্গুর → টারটারিক
এসিড
================================== বিকল্প নাম সংক্রান্ত তথ্য :
গ্রুপ সমুহের ক্ষেত্রে :
১... lA গ্রুপ কে ক্ষার ধাতুর গ্রুপ বলা হয়
২...llA গ্রুপকে ক্ষারীয় মৃত্তিকা
মৌলের গ্রুপ বা Alkaline Earth Metals
বলা হয়
৩... lB গ্রুপ মৌলসমুহ (Cu,Ag,Au) মুদ্রা ধাতু
বলা হয় ...llB গ্রুপ এর ধাতু উদায়ী
৪...Vl গ্রুপকে বলা হয় চালকোজেন গ্রুপ
...
৫...Vll গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ
৬... 'O ' গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস
বা ইনার্ট গ্যাস বা noble gas, Rare
gas,অভিজাত গ্যাস, বিরল গ্যাস
৭...ল্যান্থেনাই ড সারির
মৌলগুলোকে বিরল মৃত্তিকা ধাতু
বলে ...
৮... চৌম্বকীয় শ্রেণী ধাতু VlllB এর
অন্তর্ভুক্ত মৌলসমুহ
৯... ইউরেনিয়াম (৯২) পর 93 -103 পর্যন্ত
১১ টি মৌলসমুহ কে বলা হয়
ট্রান্সইউরেনিয় াম মৌল ।
এরা সকলেই তেজস্ক্রিয় মৌল
================================== ***স্বাস্থ্য যুকিপূর্ন গ্যাস
মনে রাখার টেকনিক ::
"কাল বেনজির ভুট্ট বেচে ছিল,
কার মনে নেই,
আমি বলার সাথে হাত তুলে ফেল,ইতি"
কাল = ক্লোরিন
বেনজির = বেনজোয়িক এসিড
বেঁচে =বাস্প
ছিল = সিলভার
কার =CO2
মনে = CO
নেই =NO2
আমি =NH3
হাত =H2 O2
ফেল = ফেনল
ইতি =ইথানোয়িক এসিড
================================== >>নিকেল (Ni) এর আকরিক সমূহের নাম মনে
রাখার ছন্দ::
"মিলির গায়ে নাকি small প্যান্ট ??"
মিলির = মিলরাইট
গায়ে = গারনিয়ারাইট
নাকি = নিকোলাইট,
নিকেল গ্ল্যান্স
স্মল = স্মলটাইট (একে স্পাইস কোবাল্টও বলা
হয়)
প্যান্ট = পেন্টল্যানডাইট
***পেন্টল্যানডা ইট হল
নিকেলের সবচেয়ে
গুরুত্বপূর্ণ আকরিক...
**ছন্দের "নাকি" থেকে
মনে রাখবে যে এগুলো
নিকেলের আকরিক ।
কেউ মিস করবেন না ,পারলে নোট করেন ,
এগুলো বইয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ,
এখানে একত্রিত করে দেওয়া হল।
#রসায়ন ২য় পত্র
#প্রথম অধ্যায়
#পরিবেশ রসায়ন
*বিভিন্ন পদার্থের শতকরা উপাদান সমূহ
#বায়ুমন্ডলে,
প্রধান উপাদান =নাইট্রোজেন ৭৮.০৮%
,অক্সিজেন ২০.৯৫ %( আয়তন হিসেবে)
গৌন উপাদান =আর্গন ০.৯৩৪%,CO2
০.০৩৫%
#গ্রিন হাউস গ্যাসে =CO2 সবচেয়ে
বের্শী,এবংজলীয় বাস্প ২%,মিথেন ১৯%
,নাইট্রাস অক্সইড ৪%,ক্লোরোফ্লোরো কার্বন
(CFC) ১৭%
#উন্নত দেশসমূহের ৮৫% CFC গ্যাস আসে
শিল্প কারখানা হতে
#মিথেন উত্পাদন বর্তমানে প্রতি বছর ১.২%
হারে বাড়ছে
#CFC ব্যবহৃত হয় =এরোসোল প্রচালক হিসেবে
২৭%,দ্রাবক হিসেবে ১৬%,ফোমজান প্লাস্টিক
হিসেবে ২৫%
#O3(ওজোন)ঘনমাত্রা ১% হ্রাস পেলে ভৃপৃষ্ঠে
uv রশ্মি আপতন ২% বৃদ্ধি পায়
Post টি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখেন
smile emoticon
এবং মেডিকেল ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য
জানতে আমাদের পেজে Post করুন অথবা Check
in Option এ গিয়ে লিখুন।
ধন্যবাদ সবাইকে , রেটিনার সাথে থাকার জন্য।
courtesy #রেটিনা
================================== সরল প্রোটিনসমূহ মনে রাখার টেকনিক
:
"আলমারির গেট খুলে প্রথমে পেলাম
স্কেল গ্লোব হিস্টোরি বই"
আলমারি - অ্যালবুমিন
গেট - গ্লুটেলিন
খুলে - ছন্দ মিলের জন্য
প্রথমে - প্রোটামিন
পেলাম - প্রোলামিন
স্কেল - স্কেলেরোপ্রোটিন
গ্লোব - গ্লোবিউলিন
হিস্টোরি - হিস্টোন
================================== বিষয়: কতিপয় অভাবজনিত রোগের
কারন।
¤ গলগণ্ড = আয়োডিন
¤ স্কার্ভি = ভিটামিন- সি
¤ রাতকানা = ভিটামিন -এ
¤ বেরিবেরি = ভিটামিন- বি ১
¤ পেলেগ্রা = ভিটামিন- বি ৩
¤ ডায়াবেটিস = ইনসুলিন
¤ রিকেট = ভিটামিন- ডি
¤ টিটেনি = ক্যালসিয়াম
¤ দাঁতের ক্ষয়রোগ = ফ্লুরাইড
¤ হাইপোগ্লাইসোমিয় া = রক্তের
গ্লুকোজ
¤ প্রজনন ক্ষমতা হ্রাস = ভিটামিন- ই
¤ অধিক রক্তক্ষরণ = ভিটামিন- কে
================================== বিষয়: কতিপয় অভাবজনিত রোগের
কারন।
¤ গলগণ্ড = আয়োডিন
¤ স্কার্ভি = ভিটামিন- সি
¤ রাতকানা = ভিটামিন -এ
¤ বেরিবেরি = ভিটামিন- বি ১
¤ পেলেগ্রা = ভিটামিন- বি ৩
¤ ডায়াবেটিস = ইনসুলিন
¤ রিকেট = ভিটামিন- ডি
¤ টিটেনি = ক্যালসিয়াম
¤ দাঁতের ক্ষয়রোগ = ফ্লুরাইড
¤ হাইপোগ্লাইসোমিয় া = রক্তের
গ্লুকোজ
¤ প্রজনন ক্ষমতা হ্রাস = ভিটামিন- ই
¤ অধিক রক্তক্ষরণ = ভিটামিন- কে
Topic= Botany (কোষ বিভাজন)
.
জীবজগতে ক্রসিং ওভারের গুরুত্ব
মনে
রাখার ছন্দ :
" জেবা পাগল "
.
*. জ= জিনগত পরিবর্তন
.
*. ব= বৈশিষ্ট্যগত পরিবর্তন
..
*. ব= বৈচিত্র সৃষ্টি
..
*. প= প্রকরণ
..
*.প= প্রজননবিদ্যা
..
*.গ= গবেষণা.
...
যেসব কোষ কথনও বিভাজিত হবে না
তা
মনে রাখার ছন্দ :
.
" পলাস "
..
*. প = পেশিকোষ
..
*. লা = লাল রক্ত কোষ
..
* . স = স্মায়ু কোষ
..
*. স = স্থায়ী উদ্ভিদ কোষ.
==================================সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধি
মনে
রাখার পদ্ধতিঃ
হে প্রিয়া কেন এলে সন্ধা বেলা
পরে
হে : hinge বা কব্জা সন্ধি ( কনুই এর
সন্ধি)
প্রিয়া : plane বা চাপা সন্ধি ( দুটি
কার্পাল অস্থির সন্ধি)
কেন : condyloid বা গাঁটময় ( এটি
রুপান্তরিত বল ও কোটরসন্ধি এবং
হাঁটুর
সন্ধি)
এলে : Elipsoid বা উপবৃত্তাকার ( Ankle
joint গোড়ালির সন্ধি )
সন্ধ্যা : স্যাডল (জিন আকৃতির, বৃদ্ধা
আঙ্গুলের কার্পাল ও
মেটাকার্পালের
মধ্যকার সন্ধি )
বেলা : Ball and socket বা বল ও কোটর
সন্ধি (স্কন্ধ সন্ধি -হিউমেরাস
+গ্লেনয়েড গহবর। জংঘাসন্ধি
ফিমারের
মাথা + এসিটাবুলাম)
পরে : Pivot joint (প্রথম দুটি
গ্রীবাদেশীয়
কশেরুকার মধ্যকার অস্থি সন্ধি।
**জারক-বিজারক সহজে মনে রাখার টেকনিক;;
# বিজারক :
"হায় কপাল সাত সকালে আজ কার
ফেস দেখতে হলো"
হায়-H2,H2S
কপাল-C
সাত-SO2
সকালে-SnCl2
আজ-NH3
কার
ফেস-FeO,PH3
দেখতে-ধাতু ও অধাতুর অক্সাইড
হলো-HI
# জারক_ও_বিজারক_উ ভয়ঃ
"ও সাথী ফিরবেনা হায়"
ও-O3
সাথী-SO3
ফিরবেনা-FeSO4
হায়-H2O2
================================== কাজ ও সময় সম্পর্কিত শর্টকাট সূত্র
--------------- --------------- --------
সূত্র →১ : যদি কাজ, সময় এবং লোক
উল্লেখ থাকে তাহলে
↓
M1 x T1=M2 x T2=M1 x T1/M2
এখানে,
M1= ১ম লোক
M2=২য় লোক
T1=১ম সময়
T2=সময়
যেমনঃ ১০ জন লোক একটি কাজ ২০
দিনে করতে পারে। ৮ জন লোকের ঐ
কাজ কত দিনে করতে পারে ?
উত্তর : T2=M1 x T1/M2
=১০ x ২০/৮=২০০/৮=২৫ দিন
সূত্র→ ২ : যদি কাজের ক্ষেত্রে পুরুষ
=স্ত্রী/ বালক বা স্ত্রী=পুরুষ/ বালক
এবং T1 (১ম সময়) উল্লেখ থাকে
তাহলে
↓
T2=T1÷M3/M1 + M4/M2
.
যেমনঃ ২ জন পুরুষ বা ৩ জন বালক যে
কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে ৪
জন পুরুষ ও ৯ জন বালক তার দ্বিগুন কাজ
কত দিনে করতে পারে ?
উঃ T2=T1÷ M3/M1+M4/M2
=১৫÷৪/২+৯/৩
=১৫÷৫
=৩ দিন
.
সূত্র→৩: কোন কাজ দু’জন নির্দিষ্ট সময়
পৃথকভাবে শেষ করলে একত্রে কাজ
করার ক্ষেত্রে
↓
প্রয়োজনীয় সময় = ১ম সময়(m) x ২য় সময়
(n)/১ম সময়(m) + ২য় সময়(n)
.
যেমনঃ একটি কাজ অভি একা ৬
দিনে এবং ফয়সাল ১২ দিনে শেষ
করলে অভি ও ফয়সাল একত্রে কাজটি
কত
দিনে শেষ করতে পারবে ?
উঃ প্রয়োজনীয় সময়= ৬ x ১২/৬ +
১২=৭২/১৮= ৪ দিন
.
সূত্র→৪: কোন কাজ দু’জনে নির্দিষ্ট
সময় একত্রে করতে পারে একজনের
একা কাজটি শেষ করার ক্ষেত্রে
↓
প্রয়োজনীয় সময় =১ম সময়(m) x ২য় সময়
(n)/১মসময় (m) – ২য় সময় (n)
.
যেমনঃ একটি কাজ পুষ্পা এবং সানা
১২ দিনে এবং পুষ্পা একা ২০ দিনে
শেষ করলে সানা একা কাজটি কত
দিনে শেষ করতে পারবে ?
উঃ প্রয়োজনীয় সময়= ২০ x
১২/২০-১২=২৪০/ ৮=৩০
দিন
.
সূত্র→৫: দুই ব্যক্তি কাজ শুরু করার পর
একজন চলে গেলে কাজ শেষ হওয়ার
সময়,
যদি একজনের কাজের সময় অপর জনের
দ্বিগুণ হয় তবে
↓
কাজ শেষ হওয়ার সময়= ২÷৩ x (D1 + D2)
এখানে, D1= ১ম সময়, D2= ২য় সময়
.
যেমন: সানা একটি কাজ ১২ দিনে
এবং অভি ২৪ দিনে করতে পারে।
তারা একত্রে কাজ শুরু করে এবং
কয়েকদিন পর সানা কাজটি অসমাপ্ত
রেখে চলে যায়, বাকি কাজটুকু অভি
৩ দিনে শেষ করে। কাজটি কত দিনে
শেষ হয়েছিল ?
উঃ কাজ শেষ হওয়ার সময়= ২÷ ৩ x
(১২+৩)= ১০দিনে।
=================================================== এসেনশিয়াল এমিনো এসিড
সমূহ সহজে মনে রাখার ছন্দ:
"লাইলি আইসো মাথায় ফিতা ও
ভালো টিপ পরে "
লাই = লাইসিন
লি = লিউসিন
আইসো = আইসোলিউসিন
মা=মেথিওনিন
থা = থিওনিন
ফিতা = ফিনাইল আলানিন
ভালো = ভ্যালিন
টিপ = ট্রিপ্টোফ্যান
বি:দ্র : আগের বইয়ে ১০ টি
এসেনশিয়াল এমিনো এসিড ছিলো
কিন্তু নতুন আজমল ও হাসান এর বই এ ৮ টি
দেওয়া আছে। তাই # নতুন আপডেট
দেওয়া হলো
=================================================== #_কবি_সাহিত্যিকগ ণের_প্রথম প্রকাশিত_
কাব্যগ ্রন্থ_সমূহঃ
১) মাইকেল মধুসূদন দত্ত - The Captive
Lady
২) রবীন্দ্রনাথ ঠাকুর - কবি কাহিনী
৩) কায়কোবাদ - বিরহ বিলাপ
৪) কাজী নজরুল ইসলাম - অগ্নিবীণা
৫) কামিনী রায় - আলো ও ছায়া
৬) জীবনানন্দ দাশ - ঝরা পালক
৭) আহসান হাবীব - রাত্রিশেষ
৮) জসীম উদদীন - রাখালী
৯) শওকত ওসমান - জননী
১০) আল মাহমুদ - লোক লোকান্তর
১১) হাসান হাফিজুর রহমান - বিমুখ প্রান্তর
১২) আবদুল কাদির - দিলরুবা
১৩) ফররুখ আহমদ - সাত সাগরের মাঝি
১৪) ইসমাইল হোসেন সিরাজী - অনল প্রবাহ
১৫) সত্যেন্দ্রনাথ দত্ত - প্রথমা
১৬) রোকেয়া সাখাওয়াত হাসান - মতিচুর
১৭) শামসুর রহমান - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর
আগে ।।
=================================================== রসায়ন এর সুপ্পার
পোষ্টঃ কোনটা
এসিড,কোনটা
ক্ষারক,কোনটা লবণ তা
নিয়ে তোমরা প্রায়
সময়ই ঝামেলায় পড় ।
অথচ কিছু টেকনিক
জানলেই তোমরা এ
সমস্যার সমাধান পেতে
পার । যৌগ দেখে
কিভাবে এসিড,
ক্ষারক, লবণ চিনতে হয়
আজ তা নিয়ে
আলোচনা করা হবে । এর
জন্য প্রথমে ধাতু ও
অধাতু সম্পর্কে জানতে
হবে।
--------------- -------------
ধাতু = সাধারণত
বিক্রিয়ায় যেসব মৌল
e দান করে তারা ধাতু ।
ধাতু e দান করে ধাতব
আয়ন বা ধনাত্নক আয়নে
পরিণত হয়। যেমন - Na,
যা e দান করে Na+
আয়নে পরিণত হয় । আরও
উদাহরণঃ Ca,Mg,K,Li
ইত্যাদি । ব্যতিক্রম- H
(হাইড্রোজেন) ।
কেননা হাইড্রোজেন e
দান করা সত্বেও অধাতু
। অধাতু = সাধারণত
বিক্রিয়ায় যেসব মৌল
e গ্রহণ করে তারা
অধাতু । অধাতু e গ্রহণ
করে অধাতব আয়ন বা
ঋণাত্মক আয়নে পরিণত
হয় । যেমন- Cl, যা e গ্রহণ
করে Cl- আয়নে পরিণত
হয় । আরও উদাহরণঃ
F,Br,O,Br ইত্যাদি । Admin:
Dr. Joydip Deb Nath Just
৪টা সূত্র মনে রাখ ,
তাহলে এসিড ও ক্ষারক
সহজেই চিনতে পারবে
। _______________ সূত্র ০১:
ধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো
ক্ষারক হবে ।
_______________ সূত্র ০২:
অধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো এসিড
হবে । _______________ সূত্র
০৩: ধনাত্নক যৌগমূলক +
OH- = ক্ষারক ।
_______________ সূত্র ০৪:
ঋণাত্মক যৌগমূলক H+ =
এসিড । _______________
সূত্রগুলোর ব্যাখ্যা
নিচে দেওয়া হল ।
ব্যাখ্যা ০১: ধাতুর
সাথে হাইড্রোজেন
থাকলে সেটি ক্ষারক ।
যেমনঃ NaH, MgH2, KH,
CaH2 _______________
ব্যাখ্যা ০২ : ধাতুর
সাথে অক্সিজেন
থাকলেও সেটি ক্ষারক
। যেমনঃ Na2O, MgO,
K2O, CaO _______________
ব্যাখ্যা ০৩: ধাতুর
সাথে হাইড্রোক্সাইড
থাকলেও সেটি ক্ষারক
। যেমনঃ NaOH, Mg(OH)2,
KOH, Ca(OH)2 _______________
Admin: Dr. Joydip Deb
Nath ব্যাখা ০৪: অধাতুর
সাথে হাইড্রোজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HBr, HCl, HF
_______________ ব্যাখা ০৫:
অধাতুর সাথে
অক্সিজেন থাকলে
সেটি এসিড । যেমনঃ
CO2 _______________ ব্যাখা
০৬: অধাতুর সাথে
হাইড্রোক্সাইড
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HClO, HBrO, HIO
_______________ ব্যাখা ০৭:
ঋণাত্মক যৌগমূলকের
সাথে H + যুক্ত হলে
এসিড হয় । যেমনঃ HNO3,
HNO2 _______________
ব্যাখা ০৮: ধনাত্নক
যৌগমূলকের সাথে OH-
যুক্ত হলে ক্ষারক হয় ।
যেমনঃ NH4OH.
_______________ লবণ চিনার
সূত্রঃ H+ বাদে যে
কোনো ধনাত্নক আয়ন
বা মূলক + OH- বাদে যে
কোনো ঋণাত্মক আয়ন
বা মূলক = লবণ । যেমনঃ
Na+ + Cl- = NaCl Na+ + F-
= NaF NH4+ + Cl- = NH4Cl
=================================================== বায়োলজি নিয়ে অনেক পোলাপানের এলার্জি আছে।
বায়োলজি নাকি শুধুই মুখস্থবিদ্যা!!!
এখানে কোন রস কস নাই...
এই ধারণাটা আসলে ভুল। বায়োলজি হল তোমার
পরিবেশ রিলেটেড। ধর, তুমি যখন মানবদেহ নিয়ে
পড়াশোনা করছ, তখন যদি নিজের শরীরের সাথে
মিলিয়ে পড়াগুলো পড়তে, তাহলে মুখস্থ করার
প্রবণতা তোমার কমে যেত। বরং তুমি পড়াটা
ইনজয় করতে পারতা। আমি মানবদেহেরর ২০৬ টা
অস্থির নাম এভাবেই নিজের শরীরের সাথে মিলিয়ে
মিলিয়ে মনে রেখেছিলাম এবং এখনও সেগুলি ভুলি
নাই!!!
যারা মেডিকেল ও ঢাবিতে পরীক্ষায় ভালো করতে
চাও তাদের জন্য বায়োলজিতে ভালো মার্ক উঠানো
খুবই গুরুত্বপূর্ণ। কাজেই কিছু কৌশল কাজে
লাগাও....
প্রথমত বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো এখন থেকেই
দাগিয়ে দাগিয়ে পড়ো। লাইন দাগিয়ে পড়লে পড়াটা
মনের মধ্যেও দাগ কাটবে!!
তোমাদের নতুন বই যথেষ্ট।পুরাতন বই পড়ার
দরকার নাই। তবে অন্তত দুইজন লেখকের বই
মিলিয়ে পড়ার চেষ্টা করবে। আর এমসিকিউ
প্রাকটিশ করদে হবে এখন থেকেই। এইচএসসি
পরীক্ষার প্রস্তুতির সময়েই বিগত বছরের সকল
মেডিকেল ও ঢাবির প্রশ্ন সলভ করে ফেলো। এটা
এইচএসসিতে এমসিকিউ তে তোমাকে সাহায্য করবে।
আর এডমিশনের সময় বুঝবা, এই কৌশলের জন্য
কত লাভবান হচ্ছো !!!
অনেক কিছুই শর্টকাট টেকনিকের সাহায্যে মনে
রাখা সম্ভব। যারা চাও তারা জয়কলি
পাবলিকেশনের বায়োলজি বিচিত্রা কিনতে পারো
শর্টকাট টেকনিক শিখতে। আর রয়েল গাইড থেকে
বায়োলজি এমসিকিউ প্রাকটিশ করা ফরয, বিশেষ
করে মেডিকেলে যারা প্রথমবারেই চান্স পেতে চাও
তাদের জন্য।
সবার প্রস্তুতি ভালো হোক ।।
=================================================== _**** মনে রাখার সহজ কৌশল
*****__________ _________ #একটানা ১০
বার
ছন্দটি পড়ে নিতে পারেন।আসাকরি
পরে
১/২বার রিভিশন দিলেই হয়ে
যাবেঃ
=============== =======
#জহির_রায়হানের উপন্যাস গুলো টেকনিকে
শিখিঃ .
[ জহির রায়হান, বরফ গলা
নদীর পাশে শেষ বিকেলের
মেয়ের তৃষনায়, হাজার বছর
ধরে অপেক্ষায় আছে, আর
কতদিন লাগবে আরেক ফাল্গুন আসতে,
নাকি কয়েকটি মৃত্যু চায়]
.
*বরফ গলা নদীর
*শেষ বিকেলের মেয়ে
*তৃষনা *হাজার বছর ধরে
*আর কতদিন
*আরেক ফাল্গুন
*কয়েকটি মৃত্যু
================================================================== একটি গুরুত্বপূর্ণ তথ্য
সহজ একটি ছন্দের
মাধ্যমে মনে রাখো-
ছন্দঃ
" এই খানে "
এ = এসিড
ই = ইলেক্ট্রোফাইল
খা = ক্ষারক
নে = নিউক্লিওফাইল
অর্থাত সব এসিড
ইলেক্ট্রোফাইল এবং সব
ক্ষারক নিউক্লিওফাইল
=================================================== ভেক্টর
সমীকরণ প্রতীক পরিচিতি একক
১.ভেক্টরের স্কলার বা ডট গুণন :
(ⅰ)
(ⅱ)
ও দুটি ভেক্টর
θ = এদের মধ্যবর্তী কোণ
২.ক্রস গুণন :
1.
2.
3.
Ax, Ay, Az যথাক্রমে X,Y,Z অক্ষ
বরাবর এর উপাংশ
Bx, By, Bz যথাক্রমে X,Y,Z অক্ষ
বরাবর এর উপাংশ
৩.একক ভেক্টর একটি একক ভেক্টর যা ক্রস
গুণফলের দিক নির্দেশ করে
এর মান
৪.ভেক্টর যোজন (সামান্তরিকের সূত্র
1.
2.
ও
ও এর মধ্যবর্তী কোণ
লব্ধি
ও এর মধ্যবর্তী কোণ
৫.ভেক্টরের মান :
৬.ভেক্টর বিভাজন যে কোনো দুই
দিকে:
ভেক্টর বিভাজন (পরস্পর লম্ব দুই দিকে)
এর মধ্যবর্তী কোণ
৭. –এর পারস্পারিক ডট গুণফল : i = X অক্ষ
বরাবর একক ভেক্টর
j = Y অক্ষ বরাবর একক ভেক্টর
k = Z অক্ষ বরাবর একক ভেক্টর
৮. এর পারস্পরিক ভেক্টর গুণফল : i = X অক্ষ
বরাবর একক ভেক্টর
j = Y অক্ষ বরাবর একক ভেক্টর
k = Z অক্ষ বরাবর একক ভেক্টর
৯.অবস্থান ভেক্টর = অবস্থান ভেক্টর
r = অবস্থান ভেক্টরের মান
x ,y, z = r এর স্থানাঙ্ক
১০.লম্ব অভিক্ষেপ নির্ণয় :
(ⅰ) এর উপর এর লম্ব অভিক্ষেপ
(ⅱ) এর উপর এর লম্ব অভিক্ষেপ
১১. এবং
হলে, i = X অক্ষ বরাবর একক ভেক্টর
j = Y অক্ষ বরাবর একক ভেক্টর
k = Z অক্ষ বরাবর একক ভেক্টর
১২. সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল যেখানে ও
সামান্তরিকের
সন্নিহিত বাহুদ্বয়
১৩.রম্বসের ক্ষেত্রফল যেখানে রম্বসের
কর্ণদ্বয় ও=================================================== এশিয়ান ভুক্ত দেশ ১০টি...........
** মনে রাখার টেকনিক --------( MTV এর
FLIM দেখলে BCS হবে না)
M= Malaysia
T= Thiland
V= Vietnam
F= Philippine
I=Indonesia
L= Laos
M= Mayanmar
B= Brunei
C=Combodia
S=Singapore
D-8 এর সদস্য ভুক্ত দেশ ৮টি।
** মনে রাখার টেকনিক -------- ( মা বাপ
নাই তুমিই সব)
মা= মালয়েশিয়া
বা= বাংলাদেশ
প= পাকিস্তান
না= নাইজেরিয়া
ই= ইরাক
তু= তুরস্ক
মি=মিশর
ই= ইরান =================================================== *CO অনুর বন্ধনক্রম কত??(DU
2011-12)
(A)2 (B)3 (C)1 (D)2.5
কিন্তু মজার বিষয় হচ্ছে,এটাও আমরা এখন
থেকে shortcut দিয়ে করবো,ঠিক এখন
থেকে,চল।
কোনো যৌগ তে বিদ্যমান পরমাণু দুটি X & Y
হলে,বন্ধনী ক্রম হবে
= [X(8-a) + Y(8-a)]/2
X=1st মৌল,Y=2nd মৌল,a=মৌলের শেষ
কক্ষপথে electron সংখা
So,Bond order of CO=[C(8-4)+O
(8- 6)]/2=(4+2)/2=3
C & O কিন্তু কোনো সংখা না,এটা শুধু X & Y
নির্দেশ করছে।তাহলে এবার Shortcut দিয়ে
DU 2008-09 করে ফেল।(NO এর
বন্ধনক্রম) =================================================== **অনৈচ্ছিক পেশীর অবস্থান মনে রাখার
ছন্দ ::
"সাগর লজ্জা পায় "
সা - শ্বাস নালী , সিলিয়া পেশী
(চোখের)
গ - গ্রন্থি নালী , গ্রাসনালী
র - রক্ত নালী , রেচন নালী
ল - লসিকা নালী
জ্জা - জরায়ু , জনন নালী
পা - পৌষ্টিক নালী , পিত্ত থলী =================================================== রসায়ন-২:
অনেকের মনে প্রশ্ন জাগে,জৈব যৌগের সংকেত
থেকে সমাণু নির্ণয়ের কোনো টেকনিক আছে কি না।
আসলে এমন কোনো টেকনিক নেই যা দিয়ে রাতারাতি
বের করে ফেলা সম্ভব।কোনো টেকনিক নেই,যদিও
বা থেকে থাকে,সেটা দিয়ে সব হয় না,ফলে এসব
অকার্যকর।চিন্তা করেই বের করতে হবে সমাণু।
আমি ভালো ছাত্র না,তবে এই চিন্তায় তোমাদের
কিছুটা সাহায্য করি।
১.এটা বেশিরভাগ শিক্ষার্থীর জানা,কোনো
একাধিক কার্বন বিশিষ্ট এবং একটি অক্সিজেন
বিশিষ্ট জৈব যৌগের সমানুতে অ্যালকোহল এবং
ইথার থাকবেই(অধিকাংশ ক্ষেত্রে)
যেমন ধরো,C2H6O এটি এমন একটা যৌগ।এখানে
একাধিক কার্বন এবং একটিই অক্সিজেন।এর সমাণু
ইথানল এবং ডাই মিথাইল ইথার।এমন আরও আছে
যাদের অ্যালকোহল এবং ইথার সমাণু,আরেকটা
উদাহরন হল C4H9OH এবং C2H5-O-
C2H5।
২.যাদের দুইটা অক্সিজেন আছে,তাদের দিয়ে
কার্বক্সিলিক এসিড এর সংকেত বানানো সম্ভব
হতে পারে।যেমন,C2H4O 2 মানে CH3COOH।
আর অবশ্যই এটা দিয়ে ইথার হবেনা,ইথার মানেই
একটাই অক্সিজেন।
৩.এবার ১ নং পয়েন্ট আবার পড়ে ফেল।লক্ষ
কর,এটা তখন খাটে,যখন কার্বন n সংখ্যক এবং
হাইড্রোজেন (2n+2) সংখ্যক।কিন্তু একটি
অক্সিজেন এবং n সংখ্যক(n>2) কার্বন,2n
সংখ্যক হাইড্রোজেন থাকলে সেটা অ্যালডিহাইড
এবং কিটোন অবশ্যই হবে ।
যেমন,C3H6-O হবে CH3CH2CHO এবং
CH3-CO-CH3.তবে এমন গঠনে আর একটা সমাণু
পাওয়া যায়,কিটো-ইনল সমাণু,যা একটা
totomarisom সমাণু।মানে কিটোন মাঝে মাঝে
এরুপে থাকে।যেমন CH3COCH3 এটা এমন হয়
CH3-C(OH)=CH2 বা প্রোপিন-2-অল।
৩.জ্যামিতিক সমাণু বা cis-trans সমাণু হতে
হলে ab.C=C.ab বা ab.C=C.ad সংকেত হতে
হবে।
৪.আলোক সমাণু(যেমন d-ল্যাকটিক এসিড এবং l-
ল্যাকটিক এসিড),অবস্থান সমাণু,চেইন সমাণু এবং
মেটা মারিজম সবসময় একই যৌগের ভিন্ন রুপ
হবে।আজকেই বইতে ভালো করে দেখে নাও এগুলো।
যেমন লক্ষ কর,CH3-CH2-CO-C
H2-CH3 এবং CH3-CO-CH2-CH2- CH3
এই দুটো পরস্পরের মেটা মারিজম।আর দেখ,এই
দুটোই কিন্তু একই যৌগ,মানে কিটোন।=================================================== আসুন জেনে নেই বাংলাদেশ
সম্পর্কে
কিছু অজানা তথ্য......
*******বাংলাদেশ
*******
**বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।
**বিশ্বের ১১তম সুখী দেশ।
**বিশ্বের চতুর্থ ভাষা আমাদেরই।
**অন্যতম শক্তিশালী ১০টি মুসলিম
দেশের একটি।
**বিশ্বের সবচেয়ে বড়
লোনাপানির
বনাঞ্চল (সুন্দরবন) এখানে।
**বিশ্বের ১১তম দীর্ঘ সেতু (যমুনা
সেতু)
তো এ দেশেই।
**জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে
সবচেয়ে বেশী সেনা প্রেরন করা
দেশ।
**রপ্তানিকারক দেশ হিসাবে
বিশ্বে
২৭তম, গার্মেন্টস শিল্পে প্রথম।
প্রাকৃতিক সম্পদে ভরপুর।
**পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর
পরিবেশের স্থান কক্সবাজার!
** প্রধান ও একমাত্র ম্যানগ্রোভ
ফরেস্ট
আমাদের বাংলাদেশেই (ভারতের
অংশটুকুতে বর্তমানে প্রাণীসম্পদ
কম।)
**‘মসজিদের শহর’ এখনও ঢাকা–ই আছে!
** পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত
একমাত্র
বাংলাদেশেই (কক্সবাজার)!
** আমরাই পৃথিবীর একমাত্র জাতি
যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি!
** বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম
দেশ
হচ্ছে বাংলাদেশ!
**YouTube আবিষ্কারক তিনজনের একজন
(জাবেদ করিম) বাংলাদেশী
বংশোদ্ভূত!
********আমি একজন বাংলাদেশি
এবং
আমি গর্বিত।******** আর আপনি?=================================================== ***হেটারোসাইক্ল িক যৌগের উদাহরণ মনে
রাখার কৌশল :;;
"পাপি টাকে ফিথাই বাধ"
পা : পাইরল
পি : পিরিডিন
টাকে : টেট্রাহাইড্রোফি উরান
ফিথাই : ফিউরান,থায়োফিন
,ইথিলিন,ইথলিন
আক্সাইড ..
***কিছু পলি নিউক্লিয়ার যৌগ :
"ডাই নাকে আন"
ডাই : ডাইফিনাইল
নাকে : ন্যাপথালিন
আন : এনথ্রাসিস...=================================================== পর্যায় সারণির গ্রুপ IA,IB,IIIA,IVA,
VA,VIA এবং VIIA এর মৌলগুলো মনে রাখার
সহজ উপায়....
গ্রুপ IA===
**লিনাকে রুবি ছেচে ফেলেছে..**
লি=Li..না=Na..ক ে=K..রুবি=Rb..ছ
েচে=Ce..ফেলেছে= Fr
গ্রুপ IIA===
**বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে
রাখ**
বিরিয়ানি=Be..মো গলাই=Mg..কাবাব=
Ca..সরিয়ে=Sr..ব াটিতে=Ba..রাখ=R a
গ্রুপ IIIA===
**বিমান এল গেল ইন্ডিয়া থাইল্যান্ড**
বিমান=B..এল=Al. .গেল=Ga..ইন্ডিয়
া=In..থাইল্যান্ ড=Tl
গ্রুপ IVA===
**কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে**
কাদলে=C..শার্ট= Si..গেঞ্জি=Ge..
স্যান্ডেল=Sn..প াবে=Pb
গ্রুপ VA===
**না ফিজ আসবে আন্টির বাসায়**
না=N..ফিজ=P..আস বে=As..আন্টির=S
b..বাসায়=Bi
গ্রুপ VIA===
**ও এসএস সি তে পড়ে**
ও=O..এসএস=S..সি =Se..তে=Te..পড়ে =Po
গ্রুপ VIIA===
**ফেল করলে বিরাট আগায় আটকাবে**
ফেল=F..করলে=Cl. .বিরাট=Br..আগায়
=I..আটকাবে=At
এটা আমি সহজে মনে রাখার পথ হিসেবে বেছে
নিয়েছি...আশা করি তোমাদেরও ভালো লাগবে...===================================================